ঘটনা শুনেছি আমার এক স্যারের কাছে। স্ট্যাডি ট্যুরে টিচাররা স্টুডেন্টদের অনেক কাছে চলে আসে ,আমরা কক্সবাজার থেকে টেকনাফ হয়ে সেন্টমার্টিনে যাবার পথেই আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া গল্প গুলো সবার সাথে শেয়ার করছিলাম ,রবিউল হায়দার স্যার আমাকে পুরা ট্যুর নিয়ে অনেক যন্ত্রণা দিয়েছিল স্যার কে একটু বেকায়দায় ফেলার খুব ইচ্ছে ছিল তাই স্যার কে এক রকম জোর করে আমাদের আসরে ধরে নিয়ে আসি , স্যার কে বলতে বাধ্য করার আগেই শুরু করে দেয় একের পর এক গল্প ,কখনো কখনো স্যার এর গল্প শুনে মেয়েদের পর্যন্ত কানে হাত দিতে হয়েছে।
রবিউল হায়দার স্যারের মামার বাড়ি চাঁদপুর। মামা কোন কাজের কাজি ছিল না ,সারা দিন পুকুত পাড়ে টোটো করেই ঘুরে বেড়ানো ছাড়া আর কোন কাজ করতোনা, এই জন্য নানার কাছে প্রতিদিন ধমক শুনতে হতো। গ্রামের বাড়িতে মামা খুব ভালো সাঁতার কাটতে পারতো, এক ডুব দিয়ে পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত গিয়ে পুরো গ্রামে হইচই ফেলে দিয়েছিল।মামা এর সাথে আরো কিছু যোগ করেছিল,পুকুরের কোল ঘেসে একটা বিশাল আম গাছ ছিল ঐটার উপরে উঠে ডিগবাজি দিতে দিতে পুকুরে ঝাপ দেয়ার কৌশল খুব দ্রুত রপ্ত করে ফেলেছে। মামার এই কৌশল দেখার জন্য অনেক দূর দুরান্ত থেকে লোক জন আসতে শুরু করেছে গ্রামে। দিন দিন মামা জনপ্রিয় হতে শুরু করেছে।
একদিন মামার এই কৌশল দেখার জন্য পৌরসভার ম্যাম্বার সহ আরো কয়েকজন আসলো ,মামা বীরের মতো তাদের এক ডুব দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পৌছাল। পুরা গ্রাম হাত তালি দিতে থাকলো। ততক্ষনে মামার উৎসাহ বেড়ে গিয়েছে। মামা এইবার আম গাছের একে বারে মগডালে উঠে গেলো ,এত উপরে আগে কখনো উঠে নাই আজ মামা পুরা পৃথিবী জয় করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ। আজ মামা অনেক উত্তেজিত আজ উনি দেখিয়ে দিবে ,পুরো গ্রাম মামা কে নিয়ে গর্বিত হওয়ার জন্য প্রস্তুত। কারো নিষেধ না শুনেই দিলো ডিগবাজি। ডিগবাজি দিতে দিতে মামার আমানত শাহ লুঙ্গির একটা প্রান্ত গাছের কোন এক বেরসিক ডালে লেগে আটকে যায়,মামার ওজন ডালটি ধরে রাখতে না পারায় মামা শুধু জন্মদিনের পোশাকটি সাথে নিয়েই পুকুরে ঝাপ দিতে পারলো, সত্যি মামা আজ দেখিয়ে দিলো !!!
এই বার হাততালির পরিমান দ্বিগুণ গতিতে বৃদ্ধি পেলো। তারপর থেকে মামা কে আর লুঙ্গি পরে পানিতে নামতে দেখা যায়নি। লুঙ্গি পরে পানিতে না নামলেও সেই দিন থেকেই তিনি লুঙ্গি মামা হিসেবে এলাকায় প্রতিষ্ঠা পেয়েছেন।
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.