Monday, October 12, 2015

কর্পোরেট প্রেম

প্রেমগুলি আজকাল সস্তা আর চকচকে ঠুসঠাস প্রেম হয় ফেসবুকে পিক বা লেখা দেখে ভাল লাগল ব্যাস প্রপোজ। "বাহ তোমার পিকতো অসাম! আমার gf হবা?" অকে ল্যাভ য়্যু (Love you)!

প্রেম মানে আজকাল আর দায়িত্ব নেয়া না প্রেম আজকাল বিএফ/ জিএফ কে বন্ধুমহলে শোঅফ করানো 

"দোস্ত তোর এই গার্লফ্রেন্ডটা কিন্তু অসাম হইছে! ভাল একটারেই পটাইছিস রে মামা!" আজকালকের প্রেম আটকে গেছে মেয়ের সুন্দর চেহারা আর ছেলের উজ্জল ক্যারিয়ারে। "ছাড়লি ক্যান? ছেলেটাতো ভালোই ছিল" "ধুর কি কস? ছেলের ক্যারিয়ার বলতে কিছু ছিল নাকি? পড়ত তো জাতীয়তে!"

নাহ আজকাল কেউ আর ভালোবাসার মানুষটার জন্য অপেক্ষা করে থাকেনা সময় কম, কাজ বেশি "অপেক্ষা" শব্দটার সাপ্লাই ভালবাসার বাজার থেকে কমে যাচ্ছে


বৌ মারা গেলেই যেখানে সবাই ব্যস্ত হয়ে দ্বিতীয় বিয়ে করে সেখানে গার্লফ্রেন্ড তো নস্যি! এদিকে মেয়ে হলে তো কথাই নাই ওয়েটিং লিস্ট থেকে একটা মজনুরে টান দেয় ব্যাস! আবার সেই একইভাবে নতুন জনের সাথে ভালোবাসার বাক্স খুলে বসা

কিছু আলট্রা কর্পোরেট প্রেমিক প্রেমিকা আবার চিটিংবাজিতে সুপার ফাস্ট হয়! এরা দীর্ঘদিন প্রেম করে, মজা নেয় তারপর বিয়ে করার সময় হলে কাইকুঁই শুরু করে -"বিয়ে করবা কবে? বাসা থেকে খুব প্রেসার দিচ্ছে আমাকে" "দেখ এখন আমার ক্যারিয়ার গোছানোর সময় আগামি তিন চার বছরের মধ্যে এসব ঘ্যান ঘ্যান করবেনা না পোষালে চলে যাও" মেয়ে হয়ত বলবেঃ "এই প্রপোজালটা আর না করতে পারলাম না আমায় ক্ষমা করে দিও তুমি চাওনা আমি হ্যাপি থাকি?" প্রেমিক কয়দিন দেবদাস হয়ে ঘুরবে বিরহ পালন করবে একটু বেশি হলে কয়টা ব্যাকলগ খাবে তারপর আবার নতুন মুখ, নতুন ইতিহাস! কর্পোরেট যুগ প্রেম নামক এই ব্যবসার শেষ কোথায়??


এর কি শেষ আছে ?????????




writer:  লি মা


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.



Contact Form

Name

Email *

Message *