Thursday, May 14, 2015

ভালোবাসার সংজ্ঞা খুঁজে পেয়েছি


সেলুনে চুল কাটাচ্ছি। ভাইয়াটা পরিচিত। প্রায় সময় এই ভাইয়াটার কাছেই চুল কাটাই। ভাইয়া আমার চুল কাটতেছে আর সেই সাথে ভাইয়ার মোবাইলে একের পর এক রিং হচ্ছে। ভাইয়াকে বললাম, অনেকক্ষণ ধরে রিং হচ্ছে। ধরছেন না যে?  এমনি।
এমনি মানে কি? কে কল দিচ্ছে?
তোমার ভাবি কল দিচ্ছে।


ভাবি কল দিচ্ছে এতক্ষণ ধরে, আর আপনি কল ধরছেন না কেন? কোন সমস্যা হইছে?
নাহ! কোন সমস্যা নাই কিন্তু এখন কল ধরলে সাথে ভাত খাওয়ার জন্য ঘরে যেতে বলবে। আর এখনতো আমি যেতে পারবোনা,অনেকেই তো বসে আছে চুল কাটার জন্য। এতগুলো কাস্টোমার তো ছাড়তে পারিনা!!

তাও ঠিক। কিন্তু আপনার কল টা ধরা উচিত।

আমার জোরাজোরিতে ভাইয়া একসময় ভাবির কল ধরল। ভাইয়ার মোবাইলের মাউথ স্পিকার নষ্ট তাই লাউডস্পিকার দিয়ে কথা বলতে লাগলেন আর কথাগুলো আমার কানেও আসতে লাগল।
কথোপকথন নিচে :

কি ব্যাপার এতক্ষণ ধরে কল দিচ্ছি। ধরতেছনা কেন?
ব্যস্ত ছিলাম তো তাই।
ব্যস্ত থাকো আর যাই থাকো,কয়টা বাজে খেয়াল আছে?
 হুম! এইতো ১.৩০ টা বাজে।
১.৩০ টা বাজে!এখনো তুমি ভাত খাইতে আসোনাই ঘরে। আমি কখন থেকে তোমার জন্য ভাত নিয়ে বসে আছি।
তুমি একটা কাজ কর; আজকের মত ভাতটা খেয়ে ফেলো। আমি পরে এসে খাব।
কেন?
আজকে অনেকগুলো কাস্টোমার আছেতো তাই। অন্যদিনতো একটাও পাইনা। তাই একটু ব্যস্ত।
এতো কিছু আমি বুঝিনা।তুমি তাড়াতাড়ি ভাত খাইতো আসো।এরপর একটু বিশ্রাম করে দরকার হলে আবার কাজ করা শুরু করে দিও।
এতক্ষণ তো কাস্টোমার থাকবেনা, চলে যাবে।
চলে যাইলে যাক।
চলে যাইলে কালকে আর কপালে ভাত জুটবেনা।
 না জুটলে নাই। দরকার হলে শুধুমাত্র ভালোবাসা খেয়ে থাকব। আমার কাছে ভাত খাওয়া জরুরি না,জরুরি হচ্ছে তোমার সুস্থ থাকা। তুমি সুস্থ থাকলে আমি ভালো থাকবো। তুমি নিশ্চয় চাওনা আমি কষ্টে থাকি..? আমাকে কষ্ট দিতে না চাইলে তাড়াতাড়ি ভাত খাইতে আসো। আমার ভাত খাওয়ার চেয়ে জরুরি হলো তোমার সুস্থ থাকা।তুমি সুস্থ থাকলেই আমি ভালো থাকব।

ভাইয়া আর ভাবির সাথে কথায় না পেরে, আমার চুল কেটেই অপেক্ষমাণ কাস্টোমার গুলোকে বিদায় করে দিয়ে ,দোকান বন্ধ করে ঘরে চলে গেলেন।

আমি মুগ্ধ।
আমি সত্যিই মুগ্ধ।
আজকে আমার কেন জানি মনে হচ্ছে আমি ভালোবাসার সংজ্ঞা খুঁজে পেয়েছি।

কে বলছে মেয়েরা ভালোবাসতে পারেনা ..?
এইতো দেখুন কি অপূর্ব একটি মেয়ে, যে আগামীকাল উপোস থাকবে জেনেও ,স্বামীর সুস্থতা নিয়ে চিন্তামগ্ন থাকে।
এটাই হলো সত্যিকারের ভালোবাসার নমুনা।

যাইহোক,
ভাবির একটা ডায়ালোগ কিন্তু চরম লাগলো,
"দরকার হলে ভাত খাবোনা, শুধুমাত্র ভালোবাসা খেয়ে থাকব"।

(Collected)



Contact Form

Name

Email *

Message *