Monday, March 16, 2015

জীবনে যখন একা থাকা জরুরি

মানুষ সামজিক জীব। সবার সঙ্গে মিলেমিশে থাকার অভ্যাসটায় স্বাভাবিক। একাকী নি:সঙ্গ জীবন কাটানো তার পক্ষে অনেক কষ্টকর। তারপরও নানা প্রয়োজনে আমাদের একা থাকতে হয়। যা আমাদের শারীরিক মানসিক উভয় স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর। কিন্তু গবেষণায় দেখা গেছে মানুষের জীবনে কখনো না কখনো একা থাকাটা খুবই জরুরি। এতে মানুষের বাস্তবিক জ্ঞান বাড়ে। আত্মবিশ্বাসও খুঁজে পায়। তাছাড়া কিছু বিষয়ে স্পষ্ট ধারণা পেতে একজন মানুষের কিছুদিন সম্পূর্ণ একা থাকা দরকার।

সম্পর্কের মূল্যায়ণ

মনের মানুষ কাছে থাকলে তার মূল্য বোঝাটা কষ্টকর। তার মূল্য আপনার কাছে আর দশটা সাধারণ মানুষের মতোই। তার আপনার প্রতি যত্নশীল হওয়া, মায়া-মমতা কোনো কিছুই অসাধারণ মনে হয় না। কিন্তু যখন একা থাকবেন, তখন তার অভাব বুঝতে পারবেন। প্রতিটি মুহূর্তে আপনাকে তার আদর-ভালোবাসার অভাব কাতর করে রাখবে। আর তখন সম্পর্কের মূল্যায়ণ করতে শিখবেন সহজেই। তাই নিজের জীবনে সম্পর্কের মূল্যায়ণে কিছুদিন হলেও একা থাকা জরুরি।


দায়িত্ববোধ জাগ্রত

আপনার সব কাজেই অন্যের ওপর নির্ভরশীলতা দিনের পর দিন বেড়েই চলেছে। বুঝতেই পারেননি কখন এই অভ্যাসটা আপনার মধ্যে দানা বেধেছে। আপনার আশেপাশে থাকা মানুষগুলোর সাহায্য পেয়েই এই অবস্থা। অনেকটা ইচ্ছা করেই নিজের অনেক দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন আপনি। যখন একা থাকা শুরু করবেন তখন এই দায়িত্বগুলো নিজেই করা শুরু করবেন। একাকীত্ব আপনার ঘুমিয়ে থাকা দায়িত্ববোধকে জাগ্রত করবে।

সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়াতে

আমরা আমাদের জীবনের সিদ্ধান্তগুলোর জন্য বড় বেশি নির্ভরশীল থাকি অন্যের ওপর। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সকলের কাছ থেকে মতামত, বুদ্ধি ইত্যাদি নিয়ে নিজেদের সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। কিন্তু এতে করে আমরা হয়ে যাই পুরোপুরি নির্ভরশীল মানুষ। তাই কিছুদিন একাকী থাকা উচিত সকলের। এতে করে নিজের জীবনের সিদ্ধান্তগুলোর জন্য নির্ভরশীল হতে হয় না।

মস্তিষ্কের কর্মদক্ষতা বাড়াতে

আপনি যখন আপনার পরিবারের ছত্রছায়ায় সব কাজ করছেন, তখন আপনার চিন্তা করার প্রয়োজন পড়ছে না। আজকে কি খাবেন, আপনার পোশাক কে ধুয়ে দেবে, আপনি কতো টাকা বেহিসেবে ব্যয় করছেন, কিম্বা আপনার ভবিষ্যৎ নিয়ে কতোটুকু চিন্তা করা উচিত ইত্যাদি। কিন্তু যখন আপনি নিজে নিজে সবকিছু পরিচালনা করবেন। এসব বিষয়ে আপানার মাথায় এমনিতেই চিন্তা চলে আসবে। আপনি নিজেই সব সমস্যার সমাধানের চেষ্টা করবেন। এতে করে আপানার চিন্তা করার ক্ষমতা এবং সমস্যা সমাধানের ক্ষমতাও উন্নত হয়ে যাবে।

নিজেকে বুঝতে

আপনি যখন পুরোপুরি একা থাকবেন, নিজের কাজগুলো নিজেই করবেন। আপনি নিজেকে নতুন করে বুঝতে শিখবেন। তখন নিজের সিদ্ধান্তগুলো নিজে নেয়ার ক্ষমতাও অর্জন হবে। আপনার অজান্তেই অনেক ভালেঅ কিছু করাও সম্ভব হবে। কারণ অন্যের প্রতি দায়িত্ব চাপিয়ে আমরা নিজেদের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। বুঝতেই পারি না কোন কাজটি আমাদের দিয়ে করা সম্ভব।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.



Contact Form

Name

Email *

Message *