Sunday, March 15, 2015

খাবারের রেসিপি ও গুনাগুণ জানা যাবে স্মার্টফোন অ্যাপে

বিভিন্ন ধরনের খাবার খেতে ভালোবাসেন না এমন বাংলাদেশী খুঁজে পাওয়া দুষ্কর। সে কারণে এদেশে রেসিপি বই ও রেসিপি অনুষ্ঠানের রয়েছে ব্যাপক কদর। তবে এবার রেসিপি নিয়ে তৈরি হয়েছে স্মার্টফোন অ্যাপ্লিকেশন।

‘রেসিপি ও খাবারের পুষ্টিগুণ’ নামের অ্যাপটি তৈরি করা হয়েছে অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসের জন্য। ব্যবহারকারীরা এটি ব্যবহার করে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার ও তার তৈরি প্রণালী সম্পর্কে জানতে পারবেন। শুধু তাই নয়, এটি খাবারের পুষ্টিমান জানাতেও সাহায্য করবে।

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারসমূহ :

অ্যাপটি বাংলা খাবারের রেসিপির পাশাপাশি নানান ধরনের সবজী ও ফলের গুনাগুণও জানাবে।

এতে খাবারগুলো বিভিন্ন ক্যাটগরিতে ভাগ করে সাজানো আছে। যে কেউ প্রয়োজনীয় খাবার সম্পর্কে নানা তথ্য সহজেই খুঁজে পাবেন।

এতে বিশেষ ক্যাটাগরিতে ‘মহানবী (সঃ) এর প্রিয় খাবার’ ও ‘গর্ভবতী মায়েদের খাবারেরও তালিক যোগ করা হয়েছে।

শরবত, পোলাও, বিরিয়ানি, মাছ, আচার ও চাটনিসহ নানান রেসিপি দিয়ে সাজানো হয়েছে অ্যাপটি।

রেসিপির পাশাপাশি অ্যাপটিতে চমৎকার সব ছবিও জুড়ে দেয়া আছে। ছবি দেখেই খাবারটি সম্পর্কে সাধারণ ধারণা পাবেন ব্যবহারকারীরা।

বিনামূল্যে অ্যাপ্লিকেশনটি এই ঠিকানা থেকে  ডাউনলোড করা যাবে।
Download Link: https://play.google.com/store/apps/details?id=cbd.recipeokhaddogun

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.



Contact Form

Name

Email *

Message *