Sunday, March 8, 2015

Duel Sim (ডুয়েল সিম ব্যবহারকারী লোকের অভাব হবে না)

ডুয়েল সিম ব্যবহারকারী লোকের অভাব হবে না।

দুই সিমের একটা সস্তায় কথা বলার জন্য, অন্যটা মানুষের কাছে চলে গেছে তাই বাদ দেওয়া যাচ্ছে না, এই জন্য।
আমাদের জীবনটাকেও আমরা দুই সিম দিয়ে চালাই। এক সিম ইসলামের, অন্য সিম নফসের তাড়নার। সব কাজ চালাই সস্তাটার দ্বারা। অর্থাৎ নফসের দ্বারা।

ইসলামের নাম্বারটা মানুষের কাছে পৌছে গেছে ফলে বাদ দেওয়া যাচ্ছে না বিধায় সপ্তাহে একটা কল করি!
আবার ইসলামের নেটওয়ার্ক সিগন্যালটাও যে শক্তিশালী নয়। ওটা দিন দিন আরো দুর্বল হয়ে যাচ্ছে! কথা কি বলে শুনতে পাই না...


সিগন্যাল খুব ভালো হলে ক্লিয়ারলি কথা শোনা যায়, সিগন্যাল দুর্বল হলে অপরপ্রান্তের কথা বুঝা যায় না।
কথা বলতে পারাটাই আসল জিনিস না, সিগন্যাল ভালো থাকাও জরূরী। সিগন্যাল আসে নেটওয়ার্ক টাওয়ার থেকে। জায়গায় জায়গায় টাওয়ার না থাকলে লোকদের কথা অন্যের কাছে ক্লিয়ারলি পৌঁছায় না। যদিও সবার কাছে মোবাইল রয়েছে।

কুর'আন এর সিগন্যাল ধরতে বা বুঝতে শুধু বুদ্ধি থাকাই যথেষ্ট নয়, সিগন্যাল ক্লিয়ারলি পাওয়ার জন্য নিকটবর্তী টাওয়ারের সাথে লিংক স্থাপন করতে হবে। দুর্বল নেটওয়ার্ক কানেকশন নিয়ে সন্তুষ্ট থাকা যাবে না। আপনার নেটওয়ার্ক কি ক্লিয়ার? কথা শোনা যায়? নাকি কুর'আনকে ব্লকলিস্টে দিয়ে রেখেছেন? তাহলে তো নেটওয়ার্কের সব ঝামেলাই তখন চুকে গেল! তাই না?

ভুল করছি আমরা। মস্ত বড় ভুল। আল্লাহ আমাদের এই ভুল শুধরিয়ে সঠিক পথে ফিরে আসার তাওফীক দিন। আমীন।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.



Contact Form

Name

Email *

Message *