Sunday, March 8, 2015

সিজদা সাহু করার সঠিক নিয়মঃ ভুল দিয়ে কি ভুল সংশোধন করা যায়?

একটি কথা, আমাদের দেশে প্রচলিত অনেক কিছু এই যেমন ইমান-আকীদা, নামায, রোযা, হজ্জ যাকাত ইত্যাদির অনেক কিছুর সাথে সুন্নতের বিপরীত কাজ দেখতে পাই। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “প্রচার করো, একটি মাত্র আয়াত হলেও”।

সিজদা সাহু



যেখানে একটি মাত্র আয়াত জানলেও তা প্রচার করতে বলা হয়েছে আর সেখানে এতো ভুল আর বেদাত দেখে চুপ করে থাকা সমীচিন বলে মনে করছিনা।

সিজদা সাহু


তাই, যারা সঠিক ইসলাম জানতে আগ্রহী তাদেরকে বলছি, আপনারা আমাদের পোস্টগুলো মনোযোগ দিয়ে পড়ুন, কুরআন, হাদীস ও সত্যিকারের আলেমদের কাছে যাচাই করে দেখুন, নিজেদের ভুল থাকলে সংশোধন করে নিন।
আজকে সাজদা সাহুর সঠিক নিয়ম বর্ণনা করা হলো।

সিজদা সাহু সালাম ফেরানোর আগে ও পরে দুইভাবে করা যাবে। তবে আমাদের দেশে বহুল প্রচলিত মকসুদুল মুমিনীণ নামক বেদাতী বইয়ের সাজদা সাহু ঠিক নয়।

সঠিক নিয়ম হচ্ছে - “সালাতে কম বেশি যাই হোক, আত্তাহিয়্যাতু, দরুদ পড়ে তাকবীর দিয়ে পর পর দুটি সিজদাহ দিয়ে সালাম ফিরিয়ে সালাত শেষ করতে হবে।”

বুখারী ও মুসলিম, মিশকাত সালাত অধ্যায় সাহো অনুচ্ছেদ, ১১৮ নাম্বার হাদীস।
অথবা, “সালাতে কম বেশি যাই হোক, সালামের আগে বা পরে দুইটি (অতিরিক্ত) সাহু সিজদা দিতে হবে।” সহীহ মুসলিম, নাওয়াতুল আওতার ৩/৪১১।

অর্থাৎ দুইটাই জায়েজ, সালামের আগে বা পরে দুইটা অতিরিক্ত সিজদা দেওয়া। তবে আমার কাছে আত্তাহিয়্যাতু ও দরুদ পড়ে দুইটা সিজদাহ সাহু দিয়ে সবার শেষে সালাম ফিরানোকেই সহজ মনে হয়, কারো ইচ্ছা হলে এমন বা অন্য নিয়মেও করতে পারেন। কিন্তু আত্তাহিয়্যাতু পড়ে একপাশে সালাম ফিরিয়ে আবার তাশাহুদ পড়ার কোনো সহীহ হাদীস নেই। “এক পাশে সালাম ফিরানো বেদাত” – বলেছেন হানাফী বড় আলেম ইবনুল হুমাম আল-হানাফী (ফতহুল কাদীর ১/২২২ পৃষ্ঠা)।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.



Contact Form

Name

Email *

Message *