Saturday, March 7, 2015

লিভারপুলের টানে ফের অ্যানফিল্ডে সুয়ারেজ

মোটা অর্থের বিনিময়ে বার্সেলোনায় গেলেও এখনও হৃদয়ের টান কিন্তু ফেলে আসা ক্লাব লিভারপুলে রয়েই গিয়েছে লুইস সুয়ারেজের৷ তাই সুযোগ পেলেই অ্যানফিল্ডের ডাকে সাড়া দেন উরুগুয়ের এই তারকা ফুটবলার৷ লিভারপুলের চ্যারিটির জন্য তহবিল সংগ্রহ করার একটি প্রীতি ম্যাচ খেলতে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ফের নামছেন দলটির প্রাক্তন স্ট্রাইকার সুয়ারেজ


লিভারপুল ফুটবল ক্লাব ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৯ মার্চ অ্যানফিল্ডে ম্যাচটিতে খেলবে ক্লাবটির বর্তমান অধিনায়ক স্টিভেন জেরার্ড ও প্রাক্তন সহ-অধিনায়ক জেমি ক্যারেগারের দল।


গত জুলাইয়ে সাড়ে সাত কোটি পাউন্ডের বিনিময়ে বার্সেলোনায় যোগ দেওয়া সুয়ারেজ ছাড়াও ম্যাচটিতে খেলতে রাজি হয়েছেন ফার্নান্দো তোরেস, পেপে রেইনা, ডির্ক কুইট ও জাভি আলোনসো।
এ ছাড়া চেলসি অধিনায়ক জন টেরি, তার সতীর্থ দিদিয়ের দ্রোগবা ও প্রাক্তন আর্সেনাল স্ট্রাইকার থিয়েরি অঁরিরও এই ম্যাচে খেলার কথা।- ওয়েবসাইট

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.



Contact Form

Name

Email *

Message *