Saturday, March 14, 2015

অনলাইনে মোবাইল নম্বর দেওয়া বিপজ্জনক

ডিজিটাল যুগে অনলাইনে নানা কার্যক্রমের ফলে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আপনার মোবাইল নম্বর অসৎ প্রতিষ্ঠানগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিভিন্ন ফর্ম ফিলাপ করতে আপনার ব্যক্তিগত মোবাইল নম্বর প্রয়োজন হতে পারে। কিন্তু অসৎ প্রতিষ্ঠানগুলো আপনার মোবাইল নম্বর সংগ্রহ করছে কি না, তা আপনি জানতেও পারবেন না। পরবর্তীতে এ নম্বরগুলো তারা ভিন্ন কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতে পারে, যারা পরবর্তীতে তা বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারে।


alaminnews24
এ ছাড়াও রয়েছে মোবাইল ফোনের মাধ্যমে হয়রানি, চাঁদাবাজি কিংবা অন্য কোনো উপায়ে হেনস্থার আশঙ্কা। এসব ঝামেলা থেকে দূরে থাকার জন্য মোবাইল নম্বরটি আপনার কাছেই রাখুন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করেন। এক্ষেত্রে আপনার নম্বরটি প্রকাশিত হয়ে গেলে তা দিয়ে অন্য কেউ আপনার নামে অ্যাকাউন্ট চালাতে পারে, যা সময়মতো বুঝতে না পারলে আপনার ব্যক্তিগত নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে।

ডেটিং সাইটে বা অ্যাপে সরাসরি আপনার মোবাইল নম্বর দেওয়া মানে আপনার ব্যক্তিগত বহু তথ্যে অন্যের প্রবেশাধিকার দেওয়া। কারণ এ নম্বর ব্যবহার করে কেউ আপনাকে ব্ল্যাকমেইলও করতে পারে।
মোবাইল অ্যাপের মাধ্যমেও আপনার তথ্য চুরি হতে পারে। তাই লক্ষ্য রাখবেন, অ্যাপগুলো আপনার কতোখানি তথ্যে প্রবেশাধিকার চাচ্ছে। যদি এরা ব্যক্তিগত ছবি, মোবাইল নম্বর, কল লগ ইত্যাদি তথ্যে প্রবেশাধিকার চায় তাহলে অ্যাপটি ইনস্টল করবেন না। তার বদলে অনুরূপ অন্য অ্যাপ ইনস্টল করুন।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.



Contact Form

Name

Email *

Message *