Wednesday, March 25, 2015

মশা তাড়ানোর আট উপায় জেনে নিন


নিমের তেল
নিমের তেল লাগালে শরীর থেকে একটা গন্ধ বের হয়, যা মশাদের দূরে রাখে। নিমের তেল আর নারিকেল তেল সমান পরিমাণে মিশিয়ে গায়ে মেখে নিন (শরীরের খোলা অংশে)। অন্তত আট ঘণ্টা মশার কামড় থেকে রক্ষা পাবেন।

ইউক্যালিপটাস আর লেবুতেল
ইউক্যালিপটাস আর লেবুতেলে এক ধরনের উপাদান থাকে, যার নাম ‘পরহবড়ষব’। এর ফলে যেকোনো পোকামাকড় আপনার থেকে দূরে থাকবে। সব থেকে বড় কথা, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আপনি মশা তাড়াতে পারবেন। সমপরিমাণে ইউক্যালিপটাস আর লেবুতেল নিন। ভালো করে মিশিয়ে গায়ে লাগান। দেখবেন মশা কামড়াচ্ছে না।


কর্পূর
এটা মশা তাড়ানোর জন্য খুবই উপকারী। ঘরের এক কোনায় কর্পূর জ্বালিয়ে দরজা-জানালা সব বন্ধ করে দিন। এভাবে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। এরপর ঘরে গিয়ে একটাও মশা খুঁজে পাবেন না।

তুলসী
তুলসী মশার ডিম ও মশা মেরে ফেলে। জানালার কাছে বা বারান্দায় তুলসীগাছ লাগান। ঘরের কাছে তুলসীগাছ থাকলে মশা ঘরের ভেতর ঢুকবে না, আর মশা জন্মাতে দেবে না।

পুদিনা
মশা তাড়ানোর জন্য পুদিনাকে অনেকভাবে ব্যবহার করা যায়। পুদিনার তেল ভেপোরাইজারে ব্যবহার করতে পারেন। বাড়ির বাইরে পুদিনাগাছ লাগালেও মশা-মাছি দূরে থাকবে। এমনকি পুদিনা দেওয়া মাউথ ওয়াশ পানির সঙ্গে মিশিয়ে ঘরে স্প্রে করতে পারেন। এটাও বেশ কাজে দেবে।

ল্যাভেন্ডার
এটা ব্যবহার করলে মন মাতানো গন্ধ ছড়াবে, পাশাপাশি মশাও কামড়াবে না। এমনিতে লাগাতে না চাইলে ক্রিমের সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন ল্যাভেন্ডার অয়েল।

রসুন
মশা তাড়ানোর এটা খুব ভালো উপায়। রসুনের গন্ধে মশা আপনার ধারে-কাছে আসতে পারবে না। কয়েকটা রসুনের কোয়া একটু থেঁতো করে জলে ফুটিয়ে নিন। এরপর এই জল ঘরে স্প্রে করুন।

টি-ট্রি অয়েল
এই তেলের গন্ধ মশা তাড়িয়ে দেয়। টি-ট্রি অয়েল শরীরের খোলা অংশে লাগাতে পারেন বা কয়েক ফোঁটা তেল ভেপোরাইজারে দিয়ে ব্যবহার করতে পারেন।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.



Contact Form

Name

Email *

Message *