Saturday, March 14, 2015

জীবনে সফলতার মূলমন্ত্র

“সফলতার জন্য প্রয়োজন ধৈর্য, সাহস আর আত্মবিশ্বাস”

সফল কে না হতে চায়? বিশ্বের প্রায় সকল মানুষই চায় সফল হতে। কিন্তু এই সফলতার পেছনের মূল কারন গুলো কি? এই জন্য আমরা যদি সফল মানুষদের জীবনী অধ্যায়ন করি তাহলে অদ্ভুত কিছু ব্যাপার দেখতে পাই, যেমনঃ
সাহিত্য ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে যাদের নাম আসে তাদের মধ্যে কবি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম। আসুন দেখি তাদের জীবনের কিছু অদ্ভুত ব্যাপার…
-রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলা স্কুল পালিয়েছেন।

-কবি নজরুল তো খুব বেশি পড়তেই পারলেন না।
অথচ মজার ব্যাপার কি জানেন?
আজ তাদের জীবন কর্ম নিয়ে  মানুষ গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।


খেলাধুলার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে যাদের নাম আসে তার মদ্ধে ম্যারাডোনা, শচীন টেন্ডুল্কার অন্যতম। আপ্নারা সবাই জানেন যে এদের ২ জন কিন্তু সাইজে খাট ছিলেন। কিন্তু নিজেদের অক্লান্ত ধৈর্য আর পরিশ্রমে হয়েছেন জগত বিখ্যাত। এদের মাঝে ম্যারাডোনা কিন্তু  লেখাপড়া খুব বেশি করেন নাই।

আপ্নি চিন্তা করছেন যে আপ্নার স্মৃতি শক্তি কম? তাহলে জগত বিখ্যাত আইনস্টাইন এর কথা চিন্তা করুন যে কিনা নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।

যেই স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে গির্জায় যেতেন সেই স্টীভ জবস Apple কম্পানি প্রতিষ্ঠা করে নিত্য নতুন সব ডিভাইস উদ্ভাবন করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন।

চেহাড়া কিংবা শারিরিক গঠনের কথা ভাবছেন?
– তৈমুর লং খোঁড়া ছিলেন,
– নেপোলিয়ন বেটে ছিলেন।
– শচীন টেল্ডুল্কারের এর উচ্চতা তো সবারই জানা।
– আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
-স্টিফেন হকিংস এর শারিরিক গঠন তো সবারই জানা থাকার কথা।

সত্যিকার অর্থে কোন কিছুই আপনার সফলতার পেছনে বড় বাঁধা হতে পারে না, যদি আপ্নার মাঝে থাকে ধৈর্য ধরার মানসিকতা, প্রবল সাহস আর দৃর আত্মবিশ্বাস। শুধুমাত্র একাডেমিক লেখাপড়ার ক্ষেত্রে ভাল/খারাপ  ফলাফল আপনার জীবনের সফলতা আর ব্যার্থতার কারন হতে পারে না । যেকোন কাজকে একদম নিজের আপন করে নিন। আর মনে এই বিশ্বাস রাখুন যে আমি পারবই তাহলেই দেখবেন সফলতা আপনার পেছনে ছুটবে....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.



Contact Form

Name

Email *

Message *